বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী |
বুড়িমারী এক্সপ্রেস
বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
নিচে একনজরে টেবিল আঁকারে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী দেয়া হলোঃ
ট্রেনের নাম |
ছাড়ার সময় |
পৌঁছানোর সময় |
ছুটির দিন |
বুড়িমারী এক্সপ্রেস Burimari Express (৮০৮) |
বুড়িমারি হতে ছাড়বে 06:00 pm |
ঢাকায় পৌঁছাবে 07:00 am | সোমবার |
বুড়িমারী এক্সপ্রেস Burimari Express (৮০৯) |
ঢাকা হতে ছাড়বে 08:30 am |
বুড়িমারি পৌঁছাবে 09:40 pm |
মঙ্গলবার |
বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী - যাত্রাবিরতি
বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি স্টেশনসমূহ হলোঃ
- লালমনিরহাট
- কাউনিয়া জংশন
- পীরগাছা
- গাইবান্ধা
- বোনারপাড়া জংশন
- বগুড়া
- সান্তাহার জংশন
- নাটোর
- ঈশ্বরদী বাইপাস (শুধুমাত্র ৮০৯ দাঁড়াবে)
- ঢাকা বিমানবন্দর
বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী হতে ঢাকা উভয়পথে চলাচলের ক্ষেত্রে এই সকল স্টেশনে যাত্রাবিরতি দিবে। যেকোনো যাত্রী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনে এই সকল স্টেশন থেকে উঠতে পারবে কিংবা নামতে পারবে।
বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ভাড়া তালিকা
রেল ভ্রমণের ক্ষেত্রে ট্রেনের ভাড়া খুব বেশি হয় না। অন্যান্য যানবাহনের তুলনায় এক্সপ্রেস ট্রেনগুলির ভাড়া অধিক সাশ্রয়ী হয়ে থাকে। বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ভাড়া তালিকার ক্ষেত্রেও তাই। যেকেউ স্বল্প খরচে এই ট্রেনে যাতায়াত করতে পারবে।
বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ভাড়া জনপ্রতি শোভন চেয়ারের ক্ষেত্রে ৫০৫ টাকা, স্নিগ্ধাতে ৯৬৬ টাকা এবং এসিতে ১৭৩৭ টাকা।
নিচে একনজরে টেবিল আঁকারে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ভাড়া তালিকা দেয়া হলোঃ
আসন |
টিকিট মূল্য |
শোভন চেয়ার |
৭৩০ টাকা |
স্নিগ্ধা |
৯৬৬ টাকা |
এসি এস |
১১৬২ টাকা |
প্রথম বার্থ |
১৭৩৭ টাকা |
প্রথম চেয়ার | ৭০০ টাকা |
সচরাচর জিজ্ঞাসা
বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন কবে হয়?
বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন ১২ই মার্চ ২০২৪ সালে হয়।
বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন কবে?
বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন বুড়িমারিতে সোমবার এবং ঢাকায় মঙ্গলবার।
বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারি থেকে কখন ছাড়ে?
বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারি থেকে ছাড়ে সন্ধ্যা ৬টায় এবং ঢাকায় পৌঁছায় সকাল ৭টায়।
বুড়িমারী এক্সপ্রেস ঢাকা থেকে কখন ছাড়ে?
বুড়িমারী এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ে সকাল ৮টা ৩০ মিনিটে এবং বুড়িমারিতে পৌঁছায় রাত ৯টা ৪০ মিনিটে।
ঢাকা থেকে বুড়িমারী পৌঁছাতে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনে কতক্ষন লাগে?
ঢাকা থেকে বুড়িমারী পৌঁছাতে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনে সময় লাগে মোটে মোটে ১৩ ঘন্টা।
বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ভাড়া কত?
বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ভাড়া জনপ্রতি শোভন চেয়ারের ক্ষেত্রে ৭৩০ টাকা, স্নিগ্ধাতে ৯৬৬ টাকা এবং এসিতে ১৭৩৭ টাকা।
শেষ কথা
আশাকরি বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি। বাংলাদেশ রেলওয়ের সর্বশেষ আপডেয় অনুযায়ী এ নিবন্ধিত আপডেট করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে কিংবা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, বিরতি স্টেশন ও ভাড়া তালিকা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে লিখুন নিতের মন্তব্য বক্সে। আপনার মন্তব্যের উত্তর প্রদান করা হবে দ্রুত।
বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে যাত্রা করার ক্ষেত্রে অগ্রিম টিকিট করার চেষ্ঠা করুন। অনলাইনে টিকিট করার ক্ষেত্রে দেখে নিবেন ট্রেন ছাড়ার সময়টুকু।
আপনার যাত্রা শুভ হোক!
আরও পড়ুন
অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম
লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা
এই পোস্টটি বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে নিচে কমেন্ট করুণ। অতি দ্রুত রিপ্লাই পাবেন।