সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, বিরতি স্টেশন ও ভাড়া তালিকা ২০২৪

Nir
0

সীমান্ত এক্সপ্রেস (৭৪৭/৭৪৮) বাংলাদেশ রেলওয়ে কতৃক নির্ধারিত একটি দ্রুতগতিসম্পূর্ণ বিলাসবহুল আন্তঃনগর ট্রেন। এটি নিয়মিত চিলাহাটি রেলওয়ে স্টেশন হতে খুলনা রেলওয়ে স্টেশন ও খুলনা রেলওয়ে স্টেশন টু চিলাহাটি রেলওয়ে স্টেশন উভয় রুটে নিয়মিত চলাচল করে।

 

সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা

 

সীমান্ত এক্সপ্রেস একটি রাত্রিকালীন ট্রেন, প্রতিদিন রাতে এ ট্রেন যাতায়াত করে ফলে উত্তরবঙ্গ হতে দক্ষিণ-পশ্চিম বঙ্গ ভ্রমণের জন্য সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সর্বাধিক জনপ্রিয়। প্রতিদিন অসংখ্য যাত্রী চিলাহাটি হতে খুলনা রুটে চলাচল করে। 


বর্তমানে রেল ভ্রমণ অপছন্দ করে এমন মানুষ পাওয়া প্রায় দুষ্কর। কমবেশি অধিকাংশেরই রেলভ্রমণ পছন্দ সর্বাধিক। কারণ ট্রেন ভ্রমণ অধিক নিরাপদ ও আরামদায়ক। বাংলার চারদিকের অপরূপ প্রকৃতি দেখতে দেখতে অনুভব করতে করতে ভ্রমণ করা যায়। এবং সেই সাথে ফোন কিংবা ল্যাপটপ চার্জিং এর জন্য চার্জিং পোর্ট রয়েছে যথেষ্ট্য প্রতিটি সীটে দুইটি করে। 

 

যারা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের সময়সূচী খুঁজছেন, কিংবা সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সম্পর্কে জানতে চাচ্ছেন, আমাদের আজকের নিবন্ধটি তাদের জন্য। আমরা এই নিবন্ধে আলোচনা করবো সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা সম্পর্কে যাবতীয় তথ্যাদি।


সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি হতে খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে রাত ৬টা ৪৫ মিনিটে এবং খুলনা পৌঁছায় ভোর ৪টা ৪৫ মিনিটে। অপরদিকে সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি খুলনা হতে যাত্রা শুরু করে রাত ৯টা ১৫ মিনিটে এবং চিলাহাটি পৌঁছায় ভোর ৬টা ৪৫ মিনিটে। যাত্রাপথে সময় লাগে ৯ ঘন্টা ৩০ মিনিট। 


সীমান্ত এক্সপ্রেস ট্রেনটির রয়েছে সপ্তাহে একদিন ছুটির দিন। প্রত্যেক সোমবার সীমান্ত এক্সপ্রেস এর চলাচল বন্ধ থাকে। এইদিন এই ট্রেনটির সাপ্তাহিক ছুটির দিন। 

 

নিচে একনজরে টেবিল আঁকারে সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী দেয়া হলোঃ

ট্রেনের নাম ছাড়ার সময় পৌঁছানোর সময় ছুটির দিন
সীমান্ত এক্সপ্রেস (৭৪৮)
চিলাহাটি হতে ছাড়ে 06:45 PM
খুলনা পৌঁছায় 04:20 AM
সোমবার
সীমান্ত এক্সপ্রেস (৭৪৭)
খুলনা হতে ছাড়ে 09:15 PM
চিলাহাটি পৌঁছায় 06:45 AM
সোমবার

 

সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সময়সূচীঃ যাত্রাবিরতি

সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি হতে খুলনা যাবার পথে প্রতিদিন মোটে ১৯টি স্টেশনে যাত্রাবিরতি দেয়। 

 

সীমান্ত এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি স্টেশনসমূহ হলোঃ

  • দৌলতপুর
  • নওয়াপাড়া
  • যশোর রেলওয়ে স্টেশন
  • কোটচাঁদপুর
  • দর্শনা হল্ট
  • চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন
  • আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন
  • পোড়াদহ জংশন
  • ভেড়ামারা
  • ঈশ্বরদী জংশন
  • নাটোর
  • সান্তাহার জংশন
  • আক্কেলপুর
  • জয়পুরহাট
  • বিরামপুর
  • ফুলবাড়ী
  • পার্বতীপুর জংশন
  • সৈয়দপুর
  • নীলফামারী
  • ডোমার

সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি হতে খুলনা চলাচলের ক্ষেত্রে উভয়পথে এইসকল রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয়। 

 

সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ভাড়া তালিকা

সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ভাড়া খুব বেশি নয়। সাধারণত ট্রেনের ভাড়া খুব বেশি হয় না। খুবই স্বল্প টাকায় ট্রেনে ভ্রমণ করতে পারে যেকেউ। 


সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ভাড়া জনপ্রতি শোভন চেয়ারের ভাড়া ৪৬৫ টাকা, স্নিগ্ধা চেয়ারের ক্ষেত্রে ভাড়া ৮৯২ টাকা ন, এসি বার্থ চেয়ারের ভাড়া ১৫৯৯ টাকা এবং এফ.বার্থ ১০৭০ টাকা।       

 

আসন ভাড়া
শোভন চেয়ার 465 টাকা
স্নিগ্ধা 892 টাকা
এফ বার্থ
1070 টাকা
এসি বার্থ 1599 টাকা

 

সচরাচর জিজ্ঞাসা

সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কি ফোন বা ল্যাপটপ চার্জ দেয়া যায়?

জী, সীমান্ত এক্সপ্রেস ট্রেনে ল্যাপটপ বা মোবাইল ফোন সব কিছু চার্জ করা যায়। চার্জিং এর জন্য রয়েছে প্রতিটা সীটেই দুইটি করে পোর্ট চার্জার লাগানোর। 

 

সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন কবে? 

সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন সোমবার। 

 

সীমান্ত এক্সপ্রেস চিলাহাটি থেকে কখন ছাড়ে?

সীমান্ত এক্সপ্রেস চিলাহাটি থেকে ছাড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এবং খুলনায় পৌঁছায় ভোর ৪টা ২০ মিনিটে। 


সীমান্ত এক্সপ্রেস খুলনা থেকে কখন ছাড়ে?

সীমান্ত এক্সপ্রেস খুলনা থেকে ছাড়ে রাত ৯টা ১৫ মিনিটে এবং চিলাহাটিতে পৌঁছায় ভোর ৬টা ৪৫ মিনিটে।


খুলনা থেকে চিলাহাটি পৌঁছাতে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কতক্ষন লাগে?

খুলনা থেকে চিলাহাটি পৌঁছাতে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে সময় লাগে মোটে ৯ ঘন্টা ৩০ মিনিট। 


সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ভাড়া কত?

সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ভাড়া জনপ্রতি শোভন চেয়ারের ভাড়া ৪৬৫ টাকা, স্নিগ্ধা চেয়ারের ক্ষেত্রে ভাড়া ৮৯২ টাকা ন, এসি বার্থ চেয়ারের ভাড়া ১৫৯৯ টাকা এবং এফ.বার্থ ১০৭০ টাকা।       


শেষ কথা

আশাকরি আমরা এই নিবন্ধের মাধ্যমে সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা সম্পর্কিত যাবতীয় তথ্যাদি জানতে পেরেছি। বাংলাদেশ রেলওয়ে বা ট্রেন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন নিচের কমেন্ট বক্সে। আপনার প্রশ্নের উত্তর দেয়া হবে দ্রুত ইনশাআল্লাহ্‌।

 

চিলাহাটি টু খুলনা ভ্রমণের প্রারম্ভে অগ্রিম টিকিট করার চেষ্ঠা করুন। অনলাইনে টিকিট করার ক্ষেত্রে দেখে নিবেন ট্রেন ছাড়ার সময়টুকু। 

আপনার যাত্রা শুভ হোক!

 

আরও পড়ুন

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম

লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা

রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা

Post a Comment

0Comments

এই পোস্টটি বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে নিচে কমেন্ট করুণ। অতি দ্রুত রিপ্লাই পাবেন।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!