পর্যটক এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, বিরতি স্টেশন ও ভাড়া তালিকা ২০২৪

Nir
0

পর্যটক এক্সপ্রেস (৮১৫/৮১৬) হলো বাংলাদেশ রেলওয়ে কতৃক নির্ধারিত একটি দ্রুতগতিসম্পূর্ণ ঢাকা টু কক্সবাজার রুটে চলমান দ্বিতীয় বিরতিহীন বিলাসবহুল আন্তনগর ট্রেন। পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ঢাকা হতে কক্সবাজার রেলওয়ে  স্টেশন পর্যন্ত উভয়পথে নিয়মিত চলাচল করে। 


পর্যটক এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, বিরতি স্টেশন ও ভাড়া তালিকা

পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত ১০ জানুয়ারি ২০২৪ সালে প্রথম যাত্রা শুরু করে। এটি ঢাকা টু কক্সবাজার রুটে সেবাদানকারী দ্বিতীয় বাণিজ্যিক আন্তনগর ট্রেন। 

 

চট্রগ্রাম-কক্সবাজার রেলপথের দোহাজারি-কক্সবাজার অংশের কাজ শেষ করার পরিকল্পনা করা হয় ২০২৩ সালের সেপ্টেম্বরের মধ্যে, এবং এই অংশের কাজ শেষও হয় যথা সময়ে। নির্মান কাজ শেষ হওয়ার পর বাংলাদেশ রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছিলো প্রথম থেকেই ৪টি ট্রেন চালানোর। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে এই সিদ্ধান্ত থেকে বাংলাদেশ রেলওয়ে সরে আসে এবং কক্সবাজার এক্সপ্রেস নামে একটি ট্রেন ডিসেম্বরের ১ তারিখ থেকে যাত্রা শুরু করে। 

 

এরপর ৬ ডিসেম্বর বাংলাদেশ রেলওয়ে কতৃপক্ষ আরেকটা রেল চালু করার ঘোষণা দেয় ১ জানুয়ারি ২০২৪ সালে। কিন্তু ট্রেনের নাম যথাসময়ে অনুমোদন না পাওয়া শেষ পর্যন্ত ১০ জানুয়ারি থেকে চালু হয় পর্যটক এক্সপ্রেস নামক দ্বিতীয় দ্রুতগতিসম্পর্ণ বিরতিহীন ট্রেন, পর্যটক এক্সপ্রেস ট্রেনের সময়সূচী। 

 

পর্যটক এক্সপ্রেস ট্রেনের সময়সূচী 

পর্যটক এক্সপ্রেস ট্রেনের সময়সূচী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে যাত্রা শুরু করে সকাল ৬টা ১৫ মিনিটে এবং কক্সবাজার রেলওয়ে স্টেশনে পৌঁছায় দুপুর ৩টায়। অপরদিকে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার রেলওয়ে স্টেশন হতে যাত্রা শুরু করে রাত ৮টায় এবং ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায় ভোর ৪টা ৩০ মিনিটে। 


পর্যটক এক্সপ্রেস ট্রেনটির রয়েছে সপ্তাহে একদিন ছুটির দিন। পর্যটক এক্সপ্রেস ট্রেনখানার সাপ্তাহিক ছুটির দিন রবিবার। এই দিন পর্যটক এক্সপ্রেস ট্রেনটি বন্ধ থাকে। 

 

নিচে একনজরে টেবিল আঁকারে পর্যটক এক্সপ্রেস ট্রেনের সময়সূচী দেয়া হলোঃ

ট্রেনের নাম

ছাড়ার সময়

পৌঁছানোর সময়

ছুটির দিন

পর্যটক এক্সপ্রেস Cox's Parjotak Express (৮১৫)

কক্সবাজার হতে ছাড়ে 08:00 pm

ঢাকা পৌঁছায় 04:30 am

রবিবার

পর্যটক এক্সপ্রেস Cox's Parjotak Express (৮১৬)

ঢাকা হতে ছাড়ে 06:15 am

কক্সবাজার পৌঁছায় 03:00 pm

রবিবার

 

 

পর্যটক এক্সপ্রেস ট্রেনের সময়সূচী - যাত্রাবিরতি

পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ঢাকা হতে কক্সবাজার রুটে উভয় পথে মোটে ২টি স্টেশনে যাত্রা বিরতি দেয়। 

 

পর্যটক এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি স্টেশনসমূহ হলোঃ

  • কমলাপুর রেলওয়ে স্টেশন (যাত্রা শুরু) 
  • ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন (৫ মিনিট বিরতি)
  • চট্রগ্রাম রেলওয়ে স্টেশন (২০ মিনিট বিরতি)
  • কক্সবাজার রেলওয়ে স্টেশন (যাত্রা শেষ)  

 

পর্যটক এক্সপ্রেস ট্রেনখানা কক্সবাজার - ঢাকা উভয়পথে চলাচলের ক্ষেত্রে এই সকল স্টেশনে যাত্রাবিরতি দেয়। যেকোনো যাত্রী পর্যটক এক্সপ্রেস ট্রেনে এইসকল স্টেশন থেকে উঠতে পারবে কিংবা নামতে পারবে।  

 

পর্যটক এক্সপ্রেস ট্রেনের ভাড়া তালিকা

কক্সবাজার হতে ঢাকা পর্যটক এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে ভাড়া খুব বেশি নয়। স্বল্প টাকায় ভ্রমণ করা যায় পর্যটক এক্সপ্রেস ট্রেনে। এই ট্রেনটিতে আসনভেদে ভাড়া ভিন্নরকম হয়ে থাকে। 

 

পর্যটক এক্সপ্রেস ট্রেনের ভাড়া ঢাকা টু কক্সবাজার কিংবা কক্সবাজার হতে ঢাকা উভয় পথে শোভন চেয়ারে ৬৯৫ টাকা এবং স্নিগ্ধাতে ১৩২৫ টাকা।

 

নিচে একনজরে টেবিল আঁকারে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ভাড়া তালিকা দেয়া হলোঃ


আসন

টিকিট মূল্য

শোভন চেয়ার

৬৯৫ টাকা

স্নিগ্ধা চেয়ার

১৩২৫ টাকা

 


পর্যটক এক্সপ্রেস ট্রেনের সময়সূচী - টিকিট

অন্যান্য ট্রেনের মতোই পর্যটক এক্সপ্রেস ট্রেনের ১০০% টিকিট অর্থাৎ সকল টিকিট অনলাইন এবং কাউন্টার এর জন্য উন্মুক্ত রয়েছে। কাজেই যেকেউ অনলাইন থেকেই যেকোনো সময় পর্যটক এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতে পারবেন। অনলাইনে টিকিট পাওয়া না গেলে কাউন্টারেও পাওয়া যাবে না।


পর্যটক এক্সপ্রেস ট্রেনের সময়সূচী - সিট প্লান বিস্তারিত

অনেকেই পর্যটক এক্সপ্রেস ট্রেনের সিট প্লানের ক্ষেত্রে উইন্ডো বা জানালার সিট নম্বর জানতে ইচ্ছুক। এখানে পর্যটক এক্সপ্রেস ট্রেনের উইন্ডো বা জানালার সিট নাম্বারসমূহ দেয়া হলো। 

পর্যটক এক্সপ্রেস শোভন চেয়ারে উইন্ডো - জানালা নম্বর সিট নাম্বার; 

০১, ০২, ০৪, ০৫, ০৮, ৯, ১২, ১৩, ১৬, ১৭, ২০, ২১, ২৪, ২৫, ২৮, (টেবিল সিট - ২৯, ৩২, ৩৩, ৩৬), ৩৭, ৩৯, ৪১, ৪৪, ৪৫, ৪৭, ৪৯, ৫১, ৫৩, ৫৬, ৫৭, ৫৯, ৬০। 

পর্যটক এক্সপ্রেস স্নিগ্ধা চেয়ারের উইন্ডো - জানালা নম্বর সিট নাম্বার; 

০১, ০৩, ০৪, ০৭, ১১, ১২, ১৫, ১৬, ১৯, ২০, ২৩, (টেবিল সিট - ২৪, ২৭, ২৮, ৩২), ৩২, ৩৫, ৩৬, ৩৯, ৪০, ৪৩, ৪৪, ৪৭, ৪৮, ৫১, ৫২, ৫৪, ৫৫। 

পর্যটক এক্সপ্রেস (৮১৫) ঃ কক্সবাজার হতে চট্রগ্রাম যাবার পথে ৬০ থেকে ১৬ যাত্রামুখী। চট্রগ্রাম হতে ঢাকা যাবারপথে ১-৩৫ যাত্রামুখী।  

পর্যটক এক্সপ্রেস (৮১৬) ঃ ঢাকা হতে চট্রগ্রাম যাবার পথে ৬০ থেকে ১৬ যাত্রামুখী। চট্রগ্রাম হতে কক্সবাজার যাবার পথে ১-৩৫ যাত্রামুখী।  

সচরাচর জিজ্ঞাসা

পর্যটক এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন কবে হয়?

পর্যটক এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন হয় ১০ জানুয়ারি ২০২৪ সাল। 

 

পর্যটক এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন কবে? 

পর্যটক এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন রবিবার। এই দিন এই ট্রেনটি বন্ধ থাকে।

 

পর্যটক এক্সপ্রেস কক্সবাজার থেকে কখন ছাড়ে?

পর্যটক এক্সপ্রেস কক্সবাজার থেকে রাত ৮টায় ছাড়ে এবং ঢাকায় পৌঁছায় ভোর ৪টা ৩০ মিনিটে। 


পর্যটক এক্সপ্রেস ঢাকা থেকে কখন ছাড়ে?

পর্যটক এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ে সকাল ৬টা ১৫ মিনিটে এবং কক্সবাজার পৌঁছায় দুপুর ৩টায়।  


ঢাকা থেকে কক্সবাজার পৌঁছাতে পর্যটক এক্সপ্রেস ট্রেনে কতক্ষন লাগে?

ঢাকা থেকে কক্সবাজার পৌঁছাতে পর্যটক এক্সপ্রেস ট্রেনে সময় লাগে মোটে ৮ ঘন্টা ৫০ মিনিট। 


পর্যটক এক্সপ্রেস ট্রেনের ভাড়া কত?

পর্যটক এক্সপ্রেস ট্রেনের ভাড়া জনপ্রতি শোভন চেয়ারের ক্ষেত্রে ৬৯৫টাকা, এবং স্নিগ্ধাতে ১৩২৫ টাকা। 

 

শেষ কথা

আশাকরি আমরা এই নিবন্ধের মাধ্যমে পর্যটক এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা সেই সাথে বিরতি স্টেশন সহ যাবতীয় সম্পর্কিত তথ্যাদি জানতে পেরেছি। বাংলাদেশ রেলওয়ে বা ট্রেন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন নিচের মন্তব্য বক্সে। আপনার প্রশ্নের উত্তর প্রদান করা হবে দ্রুত।

 

ঢাকা টু কক্সবাজার ভ্রমণের প্রারম্ভে অগ্রিম টিকিট করার চেষ্ঠা করুন। অনলাইনে টিকিট করার ক্ষেত্রে দেখে নিবেন ট্রেন ছাড়ার সময়টুকু। 

আপনার যাত্রা শুভ হোক!

 

আরও পড়ুন

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম

ঢাকা হতে সিলেট ট্রেনের সময়সূচী ও ভাড়া

ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা

Post a Comment

0Comments

এই পোস্টটি বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে নিচে কমেন্ট করুণ। অতি দ্রুত রিপ্লাই পাবেন।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!