চিলাহাটি এক্সপ্রেস (৮০৫/৮০৬) বাংলাদেশ রেলওয়ে কতৃক নির্ধারিত একটি দ্রুতগতিসম্পূর্ণ বিলাসবহুল আন্তঃনগর ট্রেন। চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটি টু ঢাকা রুটে উভয়পথে নিয়মিত চলাচল করে।
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা |
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ২০২৩ সালের ৪ জুন চালু করা হয়। এই ট্রেনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। চিলাহাটি রেলওয়ে স্টেশন একটি ব্যাস্ততম স্টেশন হওয়া স্বত্বেও অতীতে চিলাহাটি হতে ঢাকা রুটে একখানাই ট্রেন চলাচল করতো। চিলাহাটিবাসীর দাবি ছিলো তাদের আরেকখানা স্টেশন দেয়া হোক। তাদের দাবীর প্রেক্ষিতে এই ট্রেনটি চালু করা হয়। এটি চিলাহাটি টু ঢাকা রুটে চলাচলকারী দ্বিতীয় ট্রেন।
চিলাহাটি হতে ঢাকা একটি বাংলাদেশের জনপ্রিয় ট্রেন রুট। এই রুটে প্রতিদিন অসংখ্য ট্রেন যাতায়াত করে। এটি দূরপাল্লার ট্রেন ভ্রমণ গন্তব্যের মধ্যে অন্যতম একটি। ঢাকা থেকে চিলাহাটির দূরুত্ব বেশি হওয়ার দরুন অধিক সময় লাগে গন্তব্যে পৌঁছাতে। এটি দূরপাল্লার একটি ট্রেন রুট।
যারা চিলাহাটি টু ঢাকা কিংবা ঢাকা হতে চিলাহাটি ট্রেনে ভ্রমণের জন্য সময়সূচী খুঁজছেন কিংবা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই নিবন্ধ। এই নিবন্ধে আমরা জানবো চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, বিরতি স্টেশন ও ভাড়া তালিকাসহ যাবতীয় তথ্যাদি।
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে সকাল ৬টায় এবং ঢাকায় পৌঁছায় দুপুর ৩টায়। অপরদিকে ঢাকা হতে যাত্রা শুরু করে দুপুর ৫টা এবং চিলাহাটি পৌঁছায় রাত ৩টা। যাত্রাপথে সময় লাগে ৯ ঘন্টা।
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটির রয়েছে সপ্তাহে একদিন ছুটির দিন। শনিবার চিলাহাটি এক্সপ্রেস ট্রেনখানার সাপ্তাহিক ছুটির দিন। এই দিন এই ট্রেনটি বন্ধ থাকে।
নিচে একনজরে টেবিল আঁকারে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী দেয়া হলোঃ
ট্রেনের নাম |
ছাড়ার সময় |
পৌঁছানোর সময় |
ছুটির দিন |
চিলাহাটি এক্সপ্রেস Chilahati Express (৮০৬) |
চিলাহাটি হতে 06:00 am |
ঢাকা পৌঁছাবে 02:50 pm | শনিবার |
চিলাহাটি এক্সপ্রেস Chilahati Express (৮০৬) |
ঢাকা হতে ছাড়ে 05:00 pm |
চিলাহাটি পৌঁছাবে 03:00 am |
শনিবার |
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচীঃ যাত্রাবিরতি
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি হতে ঢাকা কিংবা ঢাকা হতে চিলাহাটি চলাচলের ক্ষেত্রে উভয় পথে মোটে ৯টি স্টেশনে যাত্রাবিরতি করবে।
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি স্টেশনসমূহ হলোঃ
- ডোমার
- নীলফামারী
- সৈয়দপুর
- পার্বতীপুর
- জয়পুরহাট
- সান্তাহার
- ঈশ্বরদী বাইপাস ও
- বিমানবন্দর
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনখানা চিলাহাটি - ঢাকা উভয়পথে চলাচলের ক্ষেত্রে এইসকল স্টেশনে যাত্রাবিরতি দিবে। যেকোনো যাত্রী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে এইসকল স্টেশন থেকে উঠতে পারবে কিংবা নামতে পারবে।
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ভাড়া তালিকা
চিলাহাটি হতে ঢাকা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে ভাড়া খুব বেশি নয়। স্বল্প টাকায় ভ্রমণ করা যায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে। এই ট্রেনটিতে আসনভেদে ভাড়া ভিন্নরকম হয়ে থাকে।
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ভাড়া জনপ্রতি শোভন চেয়ারের ক্ষেত্রে ৬২০ টাকা, স্নিগ্ধাতে ১১৮৫ টাকা, এসি এস ১৪২১ টাকা এবং এসি বি ২১২৮ টাকা।
নিচে একনজরে টেবিল আঁকারে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ভাড়া তালিকা দেয়া হলোঃ
আসন |
টিকিট মূল্য |
শোভন চেয়ার |
৬২০ টাকা |
প্রথম চেয়ার |
৬৬০ টাকা |
প্রথম বার্থ |
২১২৮ টাকা |
স্নিগ্ধা |
১১৮৫ টাকা |
এসি এস |
১৪২১ টাকা |
সচরাচর জিজ্ঞাসা
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন কবে হয়?
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন ৪ জুন ২০২৩ সালে হয়।
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন কবে?
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন শনিবার।
চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটি থেকে কখন ছাড়ে?
চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটি থেকে সকাল ৫টায় ছাড়ে এবং ঢাকায় পৌঁছায় দুপুর ৩টায়।
চিলাহাটি এক্সপ্রেস ঢাকা থেকে কখন ছাড়ে?
চিলাহাটি এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ে বিকেল ৫টায় এবং চিলাহাটি পৌঁছায় মধ্যরাত ৩টায়।
ঢাকা থেকে চিলাহাটি পৌঁছাতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কতক্ষন লাগে?
ঢাকা থেকে চিলাহাটি পৌঁছাতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে সময় লাগে মোটে ৯ ঘন্টা।
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ভাড়া কত?
চিলাহাটি
এক্সপ্রেস ট্রেনের ভাড়া জনপ্রতি শোভন চেয়ারের ক্ষেত্রে ৬২০ টাকা,
স্নিগ্ধাতে ১১৮৫ টাকা, এসি এস ১৪২১ টাকা এবং এসি বি ২১২৮ টাকা।
শেষ কথা
আশাকরি আমরা এই নিবন্ধের মাধ্যমে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা সম্পর্কিত যাবতীয় তথ্যাদি জানতে পেরেছি। বাংলাদেশ রেলওয়ে বা ট্রেন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন নিচের কমেন্ট বক্সে। আপনার প্রশ্নের উত্তর দেয়া হবে দ্রুত ইনশাআল্লাহ্।
ঢাকা টু চিলাহাটি ভ্রমণের প্রারম্ভে অগ্রিম টিকিট করার চেষ্ঠা করুন। অনলাইনে টিকিট করার ক্ষেত্রে দেখে নিবেন ট্রেন ছাড়ার সময়টুকু।
আপনার যাত্রা শুভ হোক!
টিকেট কাটবোও
ReplyDeleteঅনলাইনে কিভাবে টিকিট কাটতে হয় সে সম্পর্কে জানতে আমাদের অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম নিবন্ধটি পড়ার অনুরোধ রইলো।
Deleteরবিবার ট্রেন কখন ছাড়ে ঢাকা থেকে পার্বতীপুর
ReplyDeleteরবিবার চিলাহাটি এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ে সন্ধ্যা ৫টায় এবং পার্বতীপুর পৌঁছায় মধ্যরাত ১টা ৫ মিনিটে।
Deleteএছাড়াও ঢাকা টু পার্বতীপুর রুটে প্রতিদিন মোটে ৬টি ট্রেন চলাচল করে।
চিলাহাটি এক্সপ্রেস এর শোভন চেয়ারের মাঝের হাতল উঠানো যায় কিনা প্লিজ জানাবেন
ReplyDeleteজী, যায়।
DeleteChilahity ex ki joydeppur a breck dey
Deleteজী, চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুরে ব্রেক দেয়।
Deleteঢাকা থেকে আসার পথে কেবিন সিরিয়াল৷
ReplyDelete"ক" থেকে শুরু নাকি "ঠ" থেকে চিলাহাটি এক্সপ্রেসএ
চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটি থেকে ছেড়ে যাবার সময় ক বগি থাকে সামনে এবং ঠ বগি থাকে একদম শেষে। ঢাকা কমলাপুর রেলওয়ে থেকে ছেড়ে আসার সময় গ বগি থাকে একদম লাস্টে, শুরু হয় ক থেকে।
DeleteBimanbondor Stations a ki stoppage dey, Dhaka teke asar somoy
ReplyDeleteজী, ঢাকা থেকে আসার পথে ৫টা ৩২ মিনিটে চিলাহাটি এক্সপ্রেস বিমানবন্দরে ৫ মিনিটের জন্য যাত্রাবিরতি দেয়।
Deleteজয়দেবপুর কখন বিরতি দেয়
ReplyDeleteচিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর হতে চিলাহাটি যাবার পথে সন্ধ্যা ৬টা ২ মিনিটে জয়দেবপুরে বিরতি দেয়। অপরদিকে চিলাহাটি হতে ঢাকা যাবার পথে ভোর ৬টায় জয়দেবপুরে যাত্রা বিরতি দেয়।
Deleteবুধবার চিলাহাটি এক্সপ্রেস সান্তাহার কখন আসবে
ReplyDeleteবুধবার চিলাহাটি এক্সপ্রেস ঢাকা যাবার পথে সান্তাহারে আসে সকাল 09:15 মিনিটে।
Deleteঈশ্বরদী কয়টায় ইন করে চিলাহাটি আাসার সময়
ReplyDeleteঢাকা থেকে চিলাহাটি যাওয়ার পথে ঈশ্বরদী বাইপাসে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করে রাত ৯:১৮ মিনিটে। ট্রেনটি ঈশ্বরদী বাইপাসে ২ মিনিট যাত্রাবিরতি দেয়। এরপর ট্রেনটি চিলাহাটিতে পৌঁছায় মধ্যরাত ৩:০০ মিনিটে।
Deleteফুলবাড়ি স্টেশনে দাঁড়ায়?
ReplyDeleteজী, চিলাহাটি এক্সপ্রেস ফুলবাড়ি স্টেশনে দাঁড়ায়। চিলাহাটি থেকে ছেড়ে এসে ঢাকায় যাবার ক্ষেত্রে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ফুলবাড়িতে দাঁড়ায় সকাল ৭টা ৫৩ মিনিটে।
Deleteএবং ঢাকা থেকে চিলাহাটি যাবার ক্ষেত্রে দাঁড়ায় রাত ১২টা ২৪ মিনিটে।
ডয়দেবপুর ষ্টেশনে কয়টায় আসে।
ReplyDeleteচিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর হতে চিলাহাটি যাবার পথে সন্ধ্যা ৬টা ২ মিনিটে জয়দেবপুরে আসে। অপরদিকে চিলাহাটি হতে ঢাকা যাবার পথে ভোর ৬টায় জয়দেবপুরে আসে। এই সময়ে জয়দেবপুরে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি যাত্রাবিরতি দেয়।
Deleteবঙ্গবন্ধু পূর্ব সেতু স্টেশনে দারা কি
না, চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু পূর্ব সেতু স্টেশনে দাঁড়ায় না। তবে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু পূর্ব সেতু স্টেশনে দাঁড়ায়।
Deletestarting from chilahati when Ishurdi bypass stopes time , pls
ReplyDeleteচিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা যাবার ক্ষেত্রে চিলাহাটি থেকে ছাড়ে সকাল ৬টায়, এবং ঈশ্বরদী বাইপাসে পৌছায় সকাল ১০টা ৩১ মিনিটে। যাত্রাপথে সময় লাগে ৪ ঘন্টা ৩১ মিনিট।
DeleteSM মনসুর আলী স্টেশনে থামে কি
ReplyDeleteনা, চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি SM মনসুর আলী স্টেশনে থামে না।
Deleteচিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি টাংগাইলে থামে?
ReplyDeleteনা, চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইলে থামে না। তবে গাজিপুরের জয়দেবপুরে থামে।
Deleteচিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর হতে চিলাহাটি যাবার পথে সন্ধ্যা ৬টা ২ মিনিটে জয়দেবপুরে আসে। অপরদিকে চিলাহাটি হতে ঢাকা যাবার পথে ভোর ৬টায় জয়দেবপুরে আসে। এই সময়ে জয়দেবপুরে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি যাত্রাবিরতি দেয়।
আপনি জয়দেবপুরে নেমে সেখান থেকে অন্য ট্রেন ধরে অথবা বাসে করে টাংগাইল যেতে পারেন।
এছাড়াও টাঙ্গাইলে পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি থামে। আপনি চাইলে চিলাহাটি থেকে পার্বতীপুরে এসে দ্রুতযান এক্সপ্রেস দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে করে টাঙ্গাইল যেতে পারেন।
দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটির সময়সূচী দেখতে নিচের নিবন্ধটি পড়ুন;
দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা
Chilahati express ki sunday off thake?
ReplyDeleteনা, রবিবার চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি বন্ধ থাকে না। এইদিন চিলাহাটি এক্সপ্রেস খোলা থাকে। চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন হলো শনিবার।
Deleteবিরামপুর ও জয়পুরহাট দাঁড়ায় কি ?
ReplyDeleteজী, চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর এবং বিরামপুরে দাঁড়ায়।
Deleteবঙ্গবন্ধু সেতু পশ্চিম ষ্টেশনে আপ-ডাউন দাড়ানোর সময় কত
ReplyDeleteচিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম ষ্টেশনে দাঁড়ায় না। সেই সাথে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনেও এর যাত্রাবিরতি নেই।
Deletekothay ace akhon
ReplyDeleteটিকেট কাটার নিয়োম
Deleteঅনলাইনে কিভাবে টিকিট কাটতে হয় সে সম্পর্কে জানতে আমাদের অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম
Deleteনিবন্ধটি পড়ার অনুরোধ রইলো।
এখনকার টাইমে কি জয়দেবপুরে দাড়ায় ট্রেনটি?
ReplyDeleteচিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি হতে ঢাকা যাবার পথে দুপুর ১টা ৫০ মিনিটে জয়দেবপুরে আসে। এই সময়ে জয়দেবপুরে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি যাত্রাবিরতি দেয়।
Deleteঅপরদিকে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর হতে চিলাহাটি যাবার পথে জয়দেবপুরে আসে মধ্যরাত ৩টার সময়।
চিলাহাটি এক্সপ্রেস কোথায় থেকে যাত্রা শুরু করবে ক্যান্টনমেন্ট থেকে না ঢাকা থেকে একটু বললে ভালো হতো
ReplyDeleteবর্তমানে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে। বিমানবন্দরে যাত্রাবিরতি দেয়না। এটা চলবে ঈদের আগের দিন পর্যন্ত। ঈদের দিন পরের দিন থেকে আবার আগের মতো আগের চলাচল করবে কমলাপুর থেকে।
Deleteএখন চিলাহাটি এক্সপ্রেস ক্যান্টনমেন্ট রেলওয়ে থেকে যাত্রা শুরু করে, ঈদুল ফিতরের পূর্বদিন পর্যন্ত এটি চলবে।
আমার বগি নং ঞ।আসন নং১৫-১৬। এই আসন গুলো ঢাকা থেকে যাবার সময় কোনদিকে হয়ে থাকে। সামনে না পিছনে অগ্রসর হয়।
ReplyDeleteঞ আসন ১৫-১৬ চিলাহাটি থেকে ঢাকা অভিমুখে সামনের দিকে থাকে।
Delete